সর্বশেষ

» নুর ডাকসু ভিপির মর্যাদার হানি করেছে, তার বিচার হতে হবে: জয়

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২০ | রবিবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক:: ঢাবি ছাত্রীকে ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এবং সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণের সঙ্গে জড়িত সবার গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

 

Manual8 Ad Code

রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাবেক এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

 

সমাবেশে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সেই ছাত্রীর পাশে থাকার ঘোষণা দেন আল নাহিয়ান খান জয়।

 

তিনি বলেন, নুর ডাকসু ভিপির মর্যাদার হানি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পতিতা আখ্যায়িত করেছে। তার বিচার হতে হবে।

 

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ধর্ষকের কোনো দল নেই। কুলাঙ্গাররা যেই হোক, বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে।

Manual7 Ad Code

 

ধর্ষণের শিকার ঢাবির সেই শিক্ষার্থীকে উদ্দেশ করে জয় বলেন, আপনার কোনো ভয় নেই, ছাত্রলীগ আপনার পাশে আছে।

 

এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরকে নাট্যকার ও নাটকবাজ হিসেবে আখ্যায়িত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

Manual1 Ad Code

 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের বিচার না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে- এমনটা হতে পারে না। অবশ্যই এর বিচার হতে হবে। তারা ধর্ষণও করবে আবার আন্দোলনও করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন ইতিহাস নেই।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলাদেশের নারী সমাজ, কোনো নারী শিক্ষার্থী বা কোনো নারী সহযোদ্ধার প্রতি কটাক্ষ করা কিংবা খারাপ চোখে তাকানোর মতো কোনো কর্মী ছাত্রলীগে নেই। বরং বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার।

 

তিনি আরও বলেন, এমসি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বেই ধর্ষণের প্রতিবাদে প্রথম আন্দোলন হয়েছে। তারা এখনও আন্দোলন অব্যাহত রেখেছে। যারা প্রতিবাদী আন্দোলন করছে, তারাই মূলত ছাত্রলীগের কর্মী; যারা ধর্ষণ করে তারা ছাত্রলীগের কেউ নয়।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code