সর্বশেষ

» ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে ছাত্রনেতা ইমন আহমদের উপর হামলা

প্রকাশিত: ১৫. মার্চ. ২০১৯ | শুক্রবার

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি জুনেদ আহমদের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ছাত্রকল্যাণ কমিটির সভাপতির উপর আতর্কিত হামলা চালিয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছে ওই ছাত্র নেতা। পরে আহত অবস্থায় তাকে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসের রেজিস্ট্রার ভবন সংলগ্ন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

আহত ছাত্রনেতার নাম মো: ইমন আহমদ। তিনি বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। আহত ইমন আহমদ অভিযোগ করেন, তিনি প্রতিদিনের মতো কলেজ ক্যাম্পাসে
আসছিলেন। এসময় ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি জুনেদ আহমদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ছাত্রলীগের নেতারা তাকে অনুসরণ করছিল। একপর্যায়ে সে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে আগে থেকেই ওঁত পেতে থাকা ছাত্রলীগের নেতারা তাকে ধাক্ষা মেরে ফেলে জিআইপাইপ
ও লাঠি নিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে তার বন্ধু জুবায়েরসহ কয়েকজন তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual4 Ad Code