সর্বশেষ

কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত ঝিংগাবাড়ীর আবু বকর

প্রকাশিত: ০২. জুন. ২০২৩ | শুক্রবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট উপজেলার ৮ নম্বর ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকর কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে বুধবার (৩১ মে) স্থানীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করায় কর্মদক্ষতা স্বরূপ মাস্টার আবু বকরকে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোনীত করা হয়। সেই সাথে মন্ত্রণালয় থেকে দক্ষতা ভিত্তিক ৭ লক্ষ ৪৭ হাজার ৮শ টাকা বরাদ্দ পেয়েছেন তিনি।

Manual4 Ad Code

প্রসজ্ঞত যে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মাস্টার আবু বকর ঐতিহ্যবাহী ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্থানীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিষ্টা ও সততার মাধ্যমে বাস্তবায়ন, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের সব ধরনের প্রদত্ত সেবা প্রদান এবং জনসাধারণের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার মধ্য দিয়ে মাস্টার আবু বকর সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সামাজিক মাধ্যম ফেসবুকে ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

Manual3 Ad Code

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কর্মদক্ষতা স্বরূপ উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাস্টার আবু বকর এক প্রতিক্রিয়ায় বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডসহ প্রতিটি কাজে তার ইউনিয়নের সম্মানিত নাগরিকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদ সচিব, অন্যান্য কর্মকর্তা, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দসহ সবাই তাকে সহযোগিতা করায় ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় সরকারের সকল সেবা নিষ্ঠার সাথে বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই সম্মান প্রাপ্তি ইউনিয়নের সকল নাগরিকবৃন্দের তাদের পাশে সব-সময় থেকে আগামী দিনে আরো ভালো কাজ করার চেষ্টা করবেন বলে জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code