সর্বশেষ

» দরিদ্রদের মধ্যে আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২২ | সোমবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্ক::  গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাদেপাশা গ্রামে আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যেগে শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থা ও বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির গত ২৫ ডিসেম্বর রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে।
আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সহ সভাপতি হাফিজ খছরুজ্জামানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আশিকের পরিচালনায় ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের ইনচার্জ ডাঃ আল আমীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফফার (চান্দই), শিক্ষাবিদ আব্দুস সালাম, ইউপি সদস্য বিলাল আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার।
আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনজুর ইসলাম সুবেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুছলেবুর রহমান কানু, রশিদ আহমদ মুন্না। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাবিত আহমদ।
২য় বারের মত দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামুল্যের ৭ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের মধ্যে ফ্রি ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখের মাধ্যমে পৃথিবীর আলো ও সৌন্দর্য উপভোগ করা যায়। সেই চোখের যত্ন নেয়া ও চিকিৎসা গ্রহণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। গ্রামের দরিদ্র মানুষ টাকার অভাবে মহামূল্যবান চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক সেই সময় আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা প্রদান একটি মহতী উদ্যোগে। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code