সর্বশেষ

শাবিপ্রবি শিক্ষার্থী খুনের ঘটনায় আটক ৩

প্রকাশিত: ২৬. জুলাই. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

সিলেট মেট্রো পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, শাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় সন্দেহভাজন তিন বহিরাগতকে গত রাতে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তারা এর আগে বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা পুলিশের জিম্মায় রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031