সর্বশেষ

» টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানের চেয়ে খারাপ : হাইকোর্ট

প্রকাশিত: ২৪. জুলাই. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: সাংবাদিককে গালিগালাজ করা কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুর ভাষা মাস্তানদের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে হাইকোর্ট।

আদালত বলেছে, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে খবর প্রকাশের জেরে এক সাংবাদিককে অশালীন ভাষায় গালাগাল করেন ইউএনও কায়সার। খবরটি রবিবার আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান। সেটি পড়ে আদালত উল্লিখিত মন্তব্য করে।

হাইকোর্ট বলেন, ‘একজন ইউএনওর ভাষা খুবই আপত্তিকর। এটা দুঃখজনক; এটা গ্রহণযোগ্য নয়। কোনো রং হেডেড পারসন ছাড়া এ রকম ভাষায় কথা বলতে পারে না।’

আদালত আরও বলেন, ‘এটা কোনো ভাষা হতে পারে না; মাস্তানদের চেয়েও খারাপ ভাষা ব্যবহার করেছেন।’

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারাও যদি কোনো অপরাধ করেন, তাহলে সে বিষয়ে প্রেস কাউন্সিল আছে। সেখানে অভিযোগ দেয়ার সুযোগ আছে; আইন আছে। এভাবে গালিগালাজ তো কেউ করতে পারেন না।’

ওই সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031