সর্বশেষ

» টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ফের বন্যার কবলে সিলেট, বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত: ১৫. জুন. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আবারো সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার পানি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা পানিতে ভেসে গেছে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। সিলেট শহরের সঙ্গে যোগাযোগের উপযোগী সারি-গোয়াইনঘাট রাস্তার বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে।

এছাড়া উপজেলার পূর্ব জাফলং, মধ্য জাফলং, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং, রস্তমপুর, ডৌবাড়ী, তোয়াকুল ইউনিয়নসহ সবক`টি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। এতে কৃষি, মৎসসহ ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বন্যার পানিতে তলিয়ে গেছে গোয়াইনঘাট-রাধানগর রাস্তা। পিরিজপুর সোনার হাট রাস্তায় উনাই ব্রীজ নির্মাণ কাজ চলার কারণে তৈরিকৃত বাইপাস (ডাইবারসন) তলিয়ে যাওয়ায় গোয়াইনঘাট সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুটি ইউনিয়নের মানুষদের।

অপরদিকে কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিলুর রহমান বলেন, ‘বিভিন্নস্থানে ঘর বাড়িতে পানি উঠার খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, কান্দিগাঁও ইউনিয়নও বন্যার পানিতে প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে টানা কয়েক দিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে। এসব এলাকার মানুষজন গবাদিপশু নিয়ে দুর্ভোগে পড়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ‘কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031