সর্বশেষ

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৪. মে. ২০২২ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: 

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগর উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ বলেছেন, আকস্মিক বন্যায় সিলেটের লাখো মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। পর্যাপ্ত সরকারী সহযোগিতা না থাকায় বন্যার্ত মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে। বন্যার পানি কমতে শুরু করলেও সহসা মানুষের দুর্ভোগ শেষ হচ্ছেনা। তাই বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কল্যানে স্ব স্ব অবস্থান থেকে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে জৈন্তাপুর উপজেলার পাখিরটেক এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফোরামের সিলেট মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জাকারিয়ার পরিচালনায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ফোরামের আইন উপদেষ্টা সিনিয়র আইনজীবী এডভোকেট আলিম উদ্দিন, ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলী, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, জৈন্তাপুর উপজেলা ফোরামের উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া, এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাফর আলী ও ইঞ্জিনিয়ার আবু সাঈদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031