সর্বশেষ

কানাইঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন হাফিজ আহমদ মজুমদার

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২২ | সোমবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক:: সিলেট ৫ (কানাইঘাট জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার কানাইঘাটের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করেছেন।

সোমবার (২৪ জানুয়াির) দুপুর ১২টায় তিনি প্রথমে পৌরসভার বিষ্ণুপুর করছটি পাকা সড়ক হইতে পৌরসভার নন্দিরাই পর্যন্ত ২৫ লক্ষ টাকা ব্যয়ে বাইপাস সড়কের মাটির কাজের শুভ সূচনা ও ভিত্তি প্রস্থর করেন।

Manual2 Ad Code

এরপর তিনি উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রের দ্বিতল ভবনের শুভ উদ্বোধন পরবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট-জিসি লোভাছড়া সড়কের ৩ কিলোমিটার পাকা করন এবং একই ইউনিয়নের এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আমরী খালের উপর ৪ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্থর করেন।

Manual2 Ad Code

এসব উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন কালে হাফিজ আহমদ মজুমদার এমপি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী গ্রাম হবে শহরের আলোকে কানাইঘাট-জকিগঞ্জের গ্রামীন জনপদের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান ও বাস্তবায়নের পথে রয়েছে। এসব উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন হলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিতসহ মানুষের জীবন মানের ব্যাপক উন্নতি গঠবে।

তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করতে দল মতের উর্ধ্বে উঠে নিষ্টার সাথে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়ন কাজের সাথে জড়িত সবার প্রতি আহব্বান জানান।

এসব কাজের উদ্বোধনের সময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মুনমুন নাহার আশা, কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, ১৫নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, দিঘীরপার ইউপির বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

Manual7 Ad Code

কানাইঘাট সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আফসর উদ্দিন আহমদ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামিম, শাহাব উদ্দিন, উপজেলা যুব লীগের আহবায়ক এনামুল হক সহ উপজেলা ও পৌর এবং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code