সর্বশেষ

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে খালেদাকে: হানিফ

প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি। চিকিৎসার জন্য তাকে যদি বিদেশে যেতে হয় তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে তিনি বিদেশে যেতে পারেন।

 

শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) ‘বিশ্ব সন্ত্রাস-জঙ্গিবাদ ও হলি আর্টিজান- মুম্বাই হামলা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নিজেই রাজনীতি ও স্ট্যান্ডবাজি করছে। খালেদা জিয়ার সুস্থতার চেয়ে তাদের কাছে রাজনীতি বড়।

 

খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে বিএনপিই সবচেয়ে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি।

বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে সভায় সাবকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি), জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান (এমপি), প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031