সর্বশেষ

» কানাইঘাটে ৫ শিক্ষকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২১ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি:
ঐহিত্যবাহী কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ৫শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রতিবাদে ফুসে উঠেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় স্কুলের পাশে অবস্থিত সড়কের বাজারে শিক্ষার্থীরা জমায়েত হয়ে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় ঘন্টা খানিক অবস্থান করে শত শত শিক্ষার্থীরা মানব বন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মামলা প্রত্যাহারের দাবী জানান। মানববন্ধনে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশপাশ প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। মিছিল পরবর্তী স্কুলের শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষার্র্থীরা বলেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সড়কের পাশে অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের জায়গা জবর দখল করে স্থানীয় দর্পনগর পশ্চিম গ্রামের রফিক উদ্দিন অবৈধ ভাবে দোকানপাঠ করেন। কিছুদিন পূর্বে স্থানীয় উপজেলা সহকারি কমিশনার ভূমির মৌখিক নির্দেশে রফিক উদ্দিন ও তার ছেলেরা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলে। পরের দিন সড়ক ও জনপথের জায়গায় মুজিব শতবর্ষ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে গাছের চারা রোপন সহ পরিস্কার পরিছন্নতা কাজে শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। তখন বৃক্ষরোপন কার্যক্রমে বাধা প্রদান করেন রফিক উদ্দিন সহ তার পরিবারের লোকজন। তারা গাছের চারা উপড়ে ফেলে স্কুলের শিক্ষকদের নানা ভাবে গালিগালাজ সহ মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। সৃষ্ট ঘটনার জের ধরে রফিক উদ্দিন প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করে গত ২১ সেপ্টেম্বর বাদী হয়ে সিলেটের বিজ্ঞ আদালতে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন ও সহকারি শিক্ষক আব্দুন নুর, শিমুল আহমদ, জুনেদ আহমদ নৈশ্য প্রহরি রুহুল আমিন সহ স্কুলের ৫ প্রাক্তন শিক্ষার্থীর নাম উল্লেখ করে সাজানো দ্রæত বিচার আইনে মামলা দায়ের করে হয়রানি করে যাচ্ছে। শিক্ষার্থীরা বলেন করোনায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। যখন স্কুল খুলেছে ১৫শতাধিক শিক্ষার্থী ক্লাস নিচ্ছেন তখন তাদের স্কুলের ৫জন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারনে বর্তমানে ভয়ে শিক্ষকরা স্কুলে আসতে পারছেন না। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ¦লছে। স্কুলের পাঠদানে বিঘœœ ঘটছে ও শিক্ষার্থীরা স্বাভাবিক ভাবে ক্লাস করতে পারছেন না। অবিলম্বে শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে শিক্ষার্থীরা এলাকাবাসীকে সাথে নিয়ে যে কোন ধরনের কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবেন বলে প্রতিবাদ সভায় শিক্ষার্থীরা হুঁশিয়ার উচ্চারন করেন। তদন্ত পূর্বক শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী রফিক উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন সহ স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সিলেটের উর্ধ্বতন প্রশাসনের প্রতি মানব বন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে দাবি জানিয়েছেন শিক্ষার্র্থী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মহির, সুয়িয়া বেগম, আমিনা বেগম শিক্ষার্থী কামাল আহমদ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031