সর্বশেষ

» গণমাধ্যমকর্মীদের নিয়ে কানাইঘাট প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১৬. এপ্রিল. ২০২৩ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ গণমাধ্যমকর্মীদের নিয়ে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে ছোট পরিসরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৫টায় ক্লাব কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান।
উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, বর্তমান সহ সভাপতি আব্দুন নুর, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য মাহফুজ সিদ্দিকী, জয়নাল আজাদ, হাফিজ আহমদ সুজন, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, মানবজমিনের কানাইঘাট সংবাদদাতা মুফিজুর রহমান তালুকদার সহ কর্মরত গণমাধ্যমকর্মীরা।
দোয়া ও ইফতার মাহফিলে সিলেটের সিনিয়র সাংবাদিক এম.এ হান্নান বলেন, ২০০২ সালে কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ জনপদের মানুষের পাশে থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। কানাইঘাটের আর্ত-সামাজিক উন্নয়নে প্রেসক্লাবের অনেক অবদান রয়েছে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে আরো সক্রীয় ভূমিকা পালনের পাশাপাশি ক্লাবের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে ক্লাব নেতৃবৃন্দ ঈদ-উল ফিতরকে সামনে রেখে নিজ নিজ এলাকার অসহায় গরীব মানুষের পাশে থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
ক্লাব নেতৃবৃন্দ ঈদকে সামনে রেখে প্রেসক্লাবকে ঈদ-উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সিলেট-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মোঃ রশিদ আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031