সর্বশেষ

» সিলেট-জকিগঞ্জ রুটে ফের ধর্মঘটের ডাক

প্রকাশিত: ০৬. মার্চ. ২০২৩ | সোমবার

নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে ফের ধর্মঘটের ডাক দিয়েছে সিলেটের প্রতিনিধিত্বশীল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবারের মধ্যে তাদের দাবী মেনে নেয়া না হলে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকী দিয়েছেন তারা।

জানা গেছে, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে রোববার রাতে নগরীর কদমতলীস্থ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বৃহস্পতিবার থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিদিন ৪টির বেশি বিআরটিসির বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোন ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিই।

প্রশাসনের আশ্বাসে আমরা সেই কর্মসূচি স্থগিত করি, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন দাবি মানা হয়নি জানিয়ে তারা বলেন, প্রশাসনের সাথে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বুধবারের মধ্যে (৮ মার্চ) আমাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার (৯মার্চ) ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে এই সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এতে সমাধান না হলে প্রথমে সিলেট জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন তারা।

[hupso]

সর্বশেষ

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031