সর্বশেষ

» দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদের বিষয়ে শুনানি রোববার

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী রোববার (১৫ জানুয়ারি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ বিষয়ে শুনানি করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন সংশ্লিষ্ট বিষয়ে সম্পূরক আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। রিটে দুদক, অর্থসচিব, বাণিজ্যসচিব ও পররাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়।

গত বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি-সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে সম্পত্তি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি।

২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি সম্পত্তি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031