সর্বশেষ

» ব্রাহ্মণবাড়িয়া থেকে উদয় নামে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ ॥ সন্ধান পেতে কানাইঘাটে স্বজনরা

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২২ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া থেকে মোঃ আলরাজ আলী ভূইয়া (উদয়) নামে ১২ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু উদয়কে খোঁজতে কানাইঘাট উপজেলা সদরে ঘুরছেন তার পরিবারের সদস্যরা।
নিখোঁজ উদয়ের পিতা মোঃ আলমগীর ভূঁইয়া আলম জানান, গত ১৫ সেপ্টেম্বর বিকাল অনুমান ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার টি.এ রোডের (লেবানন বাড়ি)’র নিজ বাসা থেকে উদয় বের হয়ে পরবর্তীতে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে ঐদিনই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়রী করেন, যার জিডি নং- ১৭৮৫।
নিখোঁজ উদয় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের সময় তার পরনে ফুলহাতা সবুজ রং এর প্রিন্টের শার্ট ও আর্মি কালার ফুল প্যান্ট ছিল বলে তার পিতা আলমগীর ভূঁইয়া জানান। তার গায়ের রং- শ্যাম বর্ণ, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, হালকা-পাতলা গড়ন।
নিখোঁজের পিতা মোঃ আলমগীর ভূঁইয়া আলম আরো জানান, গত ১৮ নভেম্বর একটি সূত্রে জানতে পারেন তার নিখোঁজ ছেলে উদয়কে সিলেটের কানাইঘাট উপজেলা সদরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সংবাদ পেয়ে তিনি সহ তার পরিবারের লোকজন আজ রবিবার সকাল থেকে কানাইঘাট উপজেলা সদরের বিভিন্ন এলাকায় উদয়কে খোঁজাখুজি করছেন। এমনকি তিনি কানাইঘাট থানা পুলিশকে বিষয়টি অবগত করে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
সিলেটের কোথাও যদি কোন ব্যক্তি নিখোঁজ উদয়ের সন্ধান পান তবে নিকটস্থ থানা পুলিশকে অথবা পিতার ব্যবহৃত মোবাইল ০১৭৮২-৮২২৭২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁজ উদয়ের পিতা আলমগীর ভূঁইয়া আলম সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031