সর্বশেষ

» ঢাকার প্রথম মেয়র বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত মারা গেছেন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: গত শতকের আশির দশকে ঢাকা পৌর করপোরেশন হওয়ার পর প্রথম মেয়রের দায়িত্ব পালন করা বিএনপি নেতা ব্যারিস্টার আবুল হাসনাত মারা গছেন। শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আবুল হাসনাতের ছেলে রাজীব হাসনাত। রাজীব হাসনাত জানান, বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তার বাবা। শেষ সময়ে বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত্যুকালে ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও এক মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

সুপ্রিম কোর্টের প্রবীন আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামনের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি।

ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন ১৯৭৭ সালে। ওই সময়ে কমিশনার ভোটে নির্বাচনের বিধান ছিলো। এরপর ১৯৯০ সালে তিনি সরাসরি ভোটে আবার মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এম এরশাদের মস্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি।

১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরশাদের পতনের পর জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হয়েছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Please continue to proceed