সর্বশেষ

» কানাইঘাট গাছবাড়ীতে জিডিএ হাসপাতালের ভবন নির্মাণের উদ্বোধন মে-জুন মাসে

প্রকাশিত: ১৮. মার্চ. ২০২২ | শুক্রবার

চেম্বার প্রতিবেদক::
গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোসিয়েশন,ইউকে বৃহত্তর গাছবাড়ী অঞ্চলের ইউকে ভিত্তিক এক বৃহৎ সংগঠন। সংগঠনটি প্রতিষ্টার পর থেকে গাছবাড়ী এলাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কাজ করছে। করোনাকালে এ সংগঠন অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এ সংগঠনের একটি মেগা প্রজেক্ট ‘জিডিএ হাসপাতাল’। যা আগামী মে-জুন মাসে নিজস্ব জায়গায় ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

এ উপলক্ষে গাছবাড়ী তথা কানাইঘাটের ইউকে প্রবাসী সকল বাসিন্দাদের নিয়ে বিশাল এক মতবিনিময় সভা আগামী ২১ মার্চ লন্ডনে অনুষ্টিত হতে যাচ্ছে।

প্রোগ্রাম বাস্তবায়নে কমিউনিটির অত্যন্ত গ্রহণযোগ্য এক ব্যক্তিত্ব আনিসুল হকের নেতৃত্বে জিডিএ’র সিনিয়র সদস্যবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রেস ও মিডিয়া সম্পাদক ইকবাল আহমদ চৌধুরী।
তিনি বলেন, আমাদের এ বৃহৎ প্রকল্পটি শীঘ্রই আলোর মুখ দেখবে,আর তা বাস্তবায়িত হলে শুধু গাছবাড়ী নয়, উপকৃত হবে গোটা উপজেলাবাসী।
এক্ষেত্রে সকল মহলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন কমিউনিটি এ নেতা।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031