সর্বশেষ

» কানাইঘাটে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৯ লক্ষ টাকা ও বীজ বিতরণ

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দফতর ও আইএফআরসি এর সহযোগীতায় কানাইঘাটে ২০০ পরিবারের মধ্যে নগদ ৯ লক্ষ টাকা ও ৮ টি আইটেমের ২০০ প্যাকেট সব্জিবীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল। সোসাইটির সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ও সাতবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদ, রেড ক্রিসেন্ট উপ-পরিচালক আব্দুস সালাম, আইএফআরসি এর প্রতিনিধি জিয়াউল হক হিমেল, জাতীয় সদর দফতর এর প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, শান্ত হোসেন রাব্বি। সাবেক যুব প্রধান মো: নাজিম খানের পরিচালনায় সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু  হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মকদ্দস আলী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ডাক বিভাগ সিলেটের কর্মকর্তা লীফটন রঞ্জন তালুকদার, বাবলু রায়, উপ সহকারী  কৃষি কর্মকর্তা আব্দুল হারিছ, ইউপি সদস্য আব্দুল নুর, ছাব্বির আহমেদ, রইছ উদ্দিন, হেলাল উদ্দিন মামুন, সফিক আহমেদ। যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় প্রধান রিনা বেগম, বদরুল আজাদ শুভ, বিভাগীয় উপ প্রধান সুমেল চৌধুরী, নাইমা খান রুমা, যুব সদস্য মোস্তফা আহমেদ, ইয়াহিয়া,সুমিত অধিকারী , মাজারুজ জামান খান, আনিকা, মৌসুমি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রহিমিয়া আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন রেডক্রিসেন্ট সবসময়ই দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করছে আজকের এই নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ এর মাধ্যমে সমাজে দুস্থ অসহায় মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। বাংলাদেশ উন্নত হলে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো এ জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

May 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031