সর্বশেষ

» কানাইঘাটে গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার দিয়ে নিছারিয়া ফাউন্ডেশন এর যাত্রা শুরু

প্রকাশিত: ১০. মে. ২০২১ | সোমবার

Manual2 Ad Code

চেম্বার ডেস্ক:: 

Manual1 Ad Code

কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের ঝিংগাবাড়ী হরিশিংমাটি গ্রামে গরীব-দুঃখি মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে নিছারিয়া ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১০ মে) শায়েখ নিছার আলী (রহ. ) মসজিদ প্রাঙ্গনে প্রায় শতাধিক পরিবারকে ঈদের উপহার সামগ্রীর প্যাকেট ও নগদ টাকা প্রদান করা হয় ।এলাকাবাসী সকলের সমন্বয়ে বিশেষ করে হরিশংমাটি যুবসমাজের আন্তরিক সহযোগিতায় ছিন্নমূল গরীব মানুষদের মাঝে তা বিতরণ করা হয় ।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা আব্দুর রহীম চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
তারা সকলে এ ধরনের মহত উদ্যোগের খুবই প্রশংসা করে ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাও. আমিনুর রহমান চৌধুরী , সেক্রেটারী সলিসিটর রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী আকিকুর রহমান এবং কো-অরডিনেটিং সদস্য হাফিজ আশরাফ আলী চৌধুরীসহ সংগটনের শুভাকাংখী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এরকম মহত কাজ সবসময় যাতে চলমান থাকে তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন ।

উল্লেখ্য, শায়েখ নিছার আলী (রহ. )এর একনিষ্ট চেরিটিবল কাজের মধ্যে অন্যতম যেমন-
{মাদ্রাসায়ে নিছারিয়া ফয়জে আম তালবাড়ী ও শায়েখ নিছার আলী (রহ.) মসজিদ }- এর প্রতি অনুপ্রানীত হয়ে এ ধরণের কাজকে কিয়ামত পর্যন্ত জারী ও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই গত ১২ জানুয়ারী ২০২১ তারিখে ইউ কে এর মানচেসটারে এক মতবিনিময়কালে ” নিছারিয়া ফাউন্ডেশন ” নামে এক চেরিটেবল সংগটন করার সিদ্বান্ত গৃহীত হয় ।
এর মূল লক্ষ হলো-মানবতার সেবায় নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এজন্য এর প্রথম পদক্ষেপই ঈদের খুশি ভাগাভাগি করে নিতে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual5 Ad Code