সুবিদ বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শাবি ছাত্র নিহত

প্রকাশিত: ০৫. মে. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

চেম্বার ডেস্ক:: সুবিদ বাজারে ট্রাক চাপায় শাবির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম সাব্বির।তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট-এর প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি নড়াইলে।
বুধবার রাত পৌনে ১০ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সাব্বির এবং তার বন্ধু বুরহান সাদিক হযরত শাহজালাল র. এর দরগা মসজিদ থেকে তারাবী নামাজ পড়ে মোটরসাইকেল করে আখালিয়ার দিকে যাচ্ছিলেন।(মোটরসাইকেলের নাম্বার সিলেট-হ ১৪-৪৯৫০) সুবিদবাজার আসার পর একটি দ্রতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলে সাব্বির মারা যান।
মোটরসাইকেল আরোহী বুরহান সাদিক জানান, তারা দরগা থেকে আখালিয়া যাচ্ছিলেন। সুবিদবাজার পয়েন্ট পাড়ি দেবার পর পর দ্রতগামী ট্রাকটি পিছন দিক থেকে মোটরসাইকেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাব্বির মারা যান। বুরহান সাদিক ভাগ্যক্রমে বেঁচে যান। তারা দুই  বন্ধু আখালিয়াতে একটি ছাত্র মেসে বসবাস করতেন।

এই একই স্থানে দুইমাস পূর্বে ট্রাক চাপায় আরো দুই জন তরুণ মারা যান।

Manual3 Ad Code

           

Manual1 Ad Code
Manual6 Ad Code