নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির সাথে জোট নয়, সমঝোতা হবে : ডা: শফিকুর রহমান

প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৫ | বুধবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। দ্রুত নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তবে এর আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার কোন সুযোগ নেই। পিআর পদ্ধতিতে নির্বাচন জামায়াতের শ্রেষ্ঠ দাবি। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াত কোন জোট গঠন করবেনা, তবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে। আর এই সমঝোতার স্বার্থে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায়ও অনেক পরিবর্তন আসতে পারে।

তিনি বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। এর আগে তিনি সকাল সোয়া ৮টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে ওসমানী এয়ারপোর্টে এসে পৌঁছান। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

Manual6 Ad Code

ওসমানী বিমানবন্দরে পৌঁছামাত্রই সিলেট জামায়াতের পক্ষ থেকে আমীরে জামায়াতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে কয়েক সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় তাঁকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। এসময় এয়ারপোর্ট থেকে চার কিলোমিটার-জুড়ে রাস্তার দু’পাশে শত শত মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। টানা বিদেশ সফর শেষে তিনি মঙ্গলবার দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই দু’দিনের সাংগঠনিক সফরে তিনি সিলেটে আসলেন। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি সিলেট জেলার সবকটি আসনের নেতাকর্মীদের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।

আমীরে জামায়াত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বলেন, গত দেড় দশকে দেশে কোনো নির্বাচন হয়নি। এবার হবে তাৎপর্যপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।

সাম্প্রতিক বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশীরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই। তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

Manual3 Ad Code

তিনি বলেন, নানাবিধ কারণে ইসির বেঁধে দেয়া ৩০ অক্টোবরের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশী ভোটার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিদেশে আমাদের লাখ লাখ প্রবাসী রয়েছেন। সবাই যাতে ভোটার হতে পারেন সে কারণেই আমরা ইসিকে আরো কমপক্ষে ১৫ দিন সময় বাড়িয়ে দেয়ার কথা বলেছি। প্রবাসী বাংলাদেশীরা এদেশের অর্থনীতিকে সচল রাখেন সবসময়। আল্লাহর ইচ্ছায় জামায়াত ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যার আনুপাতিক হারে সরকারে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

আওয়ামী লীগকে নির্বাচনে আসবে কিনা এক প্রশ্নের জবাবে জামায়াত আমীর বলেন, আওয়ামী লীগই ত নির্বাচন চায় না। তারা তো গত দেড় দশক সুযোগ পেয়েও নির্বাচন না করে জোর করে নির্বাচনের নামে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এদেশের কোটি কোটি তরুণ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। জনগণ আওয়ামী লীগের মতো দলকে নির্বাচনে মেনে নেবে না।

সিলেটের ব্যাপারে তিনি বলেন, আমাদের সিলেটে নানা সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ঢাকার সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। এটি দ্রুত সমাধানের জন্য জামায়াতের প্রতিনিধি দল সড়ক ও যোগাযোগ উপদেষ্টার সাথে দেখা করেছেন। এই সমস্যার দ্রত সমাধান চেয়েছেন। এছাড়া সিলেটের নানা সমস্যা নিয়ে সরকারের উচ্চ মহলে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সিলেটের অধিকারের প্রশ্নে আমরা পিছিয়ে কখনো থাকবোনা।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ মাওলানা আবদুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারী ও হবিগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ মাওলানা আবদুস সালাম আল মাদানী, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবদুর রব, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পুর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জ ও জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের প্রমূখ।

Manual5 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual3 Ad Code