সর্বশেষ

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে  কুট কৌশল জনগণ মানবেনা: ফখরুল ইসলাম

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৫ | শনিবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ও গণঅভ্যুত্থানের পরও গণদাবির জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। যা জাতির জন্য দুঃখজনক। যেনতেন ভাবে জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে কালক্ষেপন চলছে। এ নিয়ে কূটকৌশল গণঅভ্যুত্থানের শহীদের সাথে প্রতারণার শামিল। জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোন টালবাহানা ছাত্র-জনতা মেনে নিবেনা। নভেম্বরে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে।

তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা মস্করা ও আপত্তিকর বক্তব্য প্রদান করছেন। যা গণদাবির সাথে তামাশার শামিল। সরকারের কতিপয় উপদেষ্টা ও কতিপয় কর্মকর্তা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। ফলে দেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টি হচ্ছে। জামায়াতসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের আইনী ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচী পালন করছে। কিন্তু অন্তর্বর্তী সরকার জনগণের দাবি পূরণে সময়ক্ষেপন করে একটি দলের স্বার্থ রক্ষায় কাজ করছে। জনগণ এসব ষড়যন্ত্র কোনভাবেই মেনে নিবেনা। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারীতে হবে। এর আগে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

তিনি শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর সিটি পয়েন্টে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিল সমাবেশে সিলেট মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার জনশক্তি অংশ নেন।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ।

সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। একটি দল এই গণজোয়ার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ। তাই জুলাই সনদের আইনী ভিত্তি ও নভেম্বরে গণভোট এবং জামায়াত ঘোষিত ৫ দফা দাবীতে রাজপথে কর্মসূচী পালন করছে। গণদাবি পূরণে ছাত্র-জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের কাছে এমন টালবাহানা জনগণ উদ্বিগ্ন। গণদাবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ৫ দফা দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমূখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031