সর্বশেষ

১১ বছরের সাজাপ্রাপ্ত গণধর্ষণ মামলার আসামী কানাইঘাটের কুখ্যাত ডাকাত নুর আহমদ গ্রেফতার

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি ঃ র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর একটি টিম কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানাইঘাটে কুখ্যাত ডাকাত একটি গণধর্ষণ সহ একাধিক মামলার আসামী দু’টি মামলার সাজাপ্রাপ্ত আসামী নুর আহমদ (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, শনিবার রাতে র‌্যাব-৯ এর একটি টিম থানা পুলিশের সহযোগিতায় কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউনিয়নের লালারচক গ্রাম থেকে কুখ্যাত ডাকাত গণধর্ষণ মামলার প্রধান আসামী দুধর্ষ অপরাধী দীর্ঘদিন থেকে পলাতক নুর আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালারচক গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত নুর আহমদ জি.আর ৯১/১৮ মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ও সিলেটের কোতোয়ালী থানার জি.আর ৫০০/৩৮২১ মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া কানাইঘাট থানায় দায়েরকৃত লালারচক গ্রামের এক মহিলাকে বছর খানেক পূর্বে ঘর থেকে তুলে নিয়ে গণধর্ষণের প্রধান আসামী নুর আহমদ। সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বর্তমানে ডাকাতি সহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে।
এলাকার কুখ্যাত ডাকাত একসময়ের মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন দুধর্ষ অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত নুর আহমদ ডাকাত গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্থি নেমে এসেছে। অনেকে জানিয়েছেন, নুর আহমদ সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের মাধ্যমে কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক, ইয়াবা বিক্রি করত।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031