সর্বশেষ

» কানাইঘাটে জমিয়তের গণমিছিল বুধবার, সফলের লক্ষ্যে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার


Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ বর্তমান অন্তবর্তীকালীন সরকার কর্তৃক ঢাকায় ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এবং সর্বপ্রকার বাতিলের আস্ফালনের প্রতিবাদে কানাইঘাটে গণমিলিছ ও সমাবেশ সফলের লক্ষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জমিয়ত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমিয়তে উলামা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ক্বারী মাও. হারুনুর রশীদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুধবারের গণমিছিল ও সমাবেশ সফলের লক্ষে জমিয়তে উলামা ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা ব্যাপী চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিকেল ৩টায় হাজার হাজার তৌহিদী ছাত্র-জনতার অংশগ্রহণে কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মাঠ থেকে গণমিছিল বের হবে। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট উত্তর বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হবে।
জমিয়তের নেতৃবৃন্দ বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার কর্তৃক ইসলাম ও মানবতা বিরোধী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এবং সর্বপ্রকার বাতিলের আস্ফালনের প্রতিবাদে সারাদেশের ন্যায় জমিয়ত কানাইঘাটে এ কর্মসূচী হাতে নিয়েছে। অবিলম্বে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের কার্যক্রম বন্ধ দাবী জানান এবং গণমিছিল ও সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহŸান জানান। সমাবেশে জমিয়তে উলামা ও জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জমিয়তে উলামা ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দারুল উলূম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. আব্দুল লতিফ মহেষপুরী, বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মাও. আবুল হোসাইন চতুলী, মুফতি মাও. ইবাদুর রহমান, হাফিজ মাও. জালাল উদ্দিন, মাও. আলতাফ হোসেন, মাও. খলিলুর রহমান, মাও. হারুনুর রশিদ, মাও. আসআদ আহমদ, মাও. হাফিজ রিয়াজ উদ্দিন, মাও. হারিছ উদ্দিন, মাও. জুনেদ আহমদ, মাও. গিয়াস উদ্দিন, মাও. আজির উদ্দিন, মাও. তাজুল ইসলাম হেলাল, মীম সালমান।
এদিকে গণমিছিল সফলের লক্ষে মঙ্গলবার বাদ মাগরিব কানাইঘাট বাজার সহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার মিছিল বের করেন জমিয়তে উলামায়ে ইসলাম ও জমিয়তে উলামা বাংলাদেশের নেতাকর্মীরা।

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual2 Ad Code