সর্বশেষ

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে : খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ২৬. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, বৈষম্য করেছে এবং মেধাকে গুরুত্ব দেয়নি। এজন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে ৩১ দফা উপস্থাপন করেছেন। সে ৩১ দফায় শিক্ষা ব্যবস্থা কীভাবে হবে, শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে কীভাবে মূল্যায়ন করা হবে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে ৩১ দফাতে।
খন্দকার মুক্তাদির বলেন, আমরা সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে গুরুত্ব দেব। বিএনপি হচ্ছে শিক্ষা বান্ধব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, খালেদা জিয়াও শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। আজকের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা খালেদা জিয়াই চালু করেছেন। মেয়েদের শিক্ষার হার বাড়ার মূল কারণ হচ্ছে খালেদা জিয়া। তাই বিএনপি রাষ্ট্রক্ষমতা এলে শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি মঙ্গলবার (২৬ আগস্ট) সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সফির উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সীতেশ তালুকদারের সভাপতিত্বে ও হাইস্কুলের প্রধান শিক্ষক শিশির কান্তি দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিছ আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রথম যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর ও ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ জুয়েল, সফির উদ্দিন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শফিকুর রহমান, সিনিয়র শিক্ষক রাসেল কান্ত দাশ, প্রভাষক প্রণয় কুমার সরকার, ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, জাঙ্গাইল সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সেলি সমাজপতি, রলাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব পুরকায়স্থ, এসএম আব্দুল্লাহ আল মামুন মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিএম সুমন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমেদ আলী, ইউনিয়ন বিএনপি নেতা রফিক উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code