গণঅভ্যূত্থান উপলক্ষ্যে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধাদের সম্মিলন

প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সম্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি জামায়াত, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজনদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৪ এর ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ ২য় বার স্বাধীনতা অর্জন করেছে। এ অর্জনকে ধরে রাখার পাশাপাশি যাতে করে ভবিষ্যতে কোন ফ্যাসিস্ট মানুষের বাকস্বাধীনতা, গণতন্ত্র হরণ করতে না পারে এজন্য সবাইকে সোচ্চার থাকার আহŸান জানানো হয়। সেই সাথে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ বির্নিমাণে দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহŸান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমদ, সেক্রেটারী হাফিজ মাও. তাজ উদ্দিন, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসেইন আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাতায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসেন, জুলাই যোদ্ধা মিজানুর রহমান, শাহরিয়ার জাহিদ।
অনুষ্ঠান শেষে কানাইঘাটের ২১ জন জুলাই যোদ্ধাদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা স্মারক সহ নানা ধরনের পুরষ্কার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।
অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, জুলাই যোদ্ধাদের পাশে সব-সময় সরকার রয়েছে এবং তাদের সবধরনের সম্মান ও সহযোগিতা প্রদানে প্রশাসন আন্তরিক হিসাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানের পটভ‚মি তুলে ধরে দেশাত্ববোধক গান পরিবেশন করেন, উপজেলা শিল্পকলা একাডেমীর শিক্ষার্থী ও সুরমা সাহিত্য সংসদের শিল্পিরা। এছাড়া জুলাই গণঅভ্যূত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রæত সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন, কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. সাদিকুর রহমান।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual7 Ad Code