জামায়াত আমীরের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল

প্রকাশিত: ০১. আগস্ট. ২০২৫ | শুক্রবার

Manual3 Ad Code
চেম্বার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
মাহফিলে সংগঠনের সকল স্তরের জনশক্তির পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। মাহফিলে আমীরে জামায়াতের সুস্থতায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ-জাতি ও উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর নাজির আহমদ প্রমূখ।
মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের কৃতি সন্তান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দেশ ও জাতির যে কোন দুর্যোগে মানবতার কল্যাণে পুরো দেশ ছুটে বেরিয়েছেন। বর্তমানে দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে তিনি জাতির অভিভাবকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন। জাতীয় সংকট দূরীকরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি দেশের এই প্রান্ত থেকে ঐ প্রান্তে ছুটে চলেছেন। তিনি আজ অসুস্থ। হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরীভিত্তিতে বাইপাস সার্জারী প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য সংগঠন ও পরিবারের পক্ষ থেকে তাঁকে বিদেশে চিকিৎসার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি তা প্রত্যাখ্যান করে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা ফেরাতে দেশেই বাইপাস সার্জারি করানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২ জুলাই) আমীরে জামায়াতের বাইপাস সার্জারি হবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব আ জবড় প্রয়োজন। আমীরে জামায়াতের সুস্থতার জন্য সর্বস্তরের সিলেটবাসীর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ পাক আমীরে জামায়াতে দ্রুত পূর্ণাঙ্গ শিফা দান করুন। জাতির খেদমতে আরো বেশী ভুমিকা রাখার তৌফিক দান করুন। আমীন।
মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, আমীরে জামায়াতের সুস্থতা কামনায় দেশে-বিদেশ থেকে অনেকেই দোয়া করছেন, দান-সাদাকাহ করছেন ও খোঁজ খবর নিচ্ছেন। আমীরে জামায়াতের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য- আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়ায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। শনিবার (২ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে তাঁর বাইপাস সার্জারী হবে। আমীরে জামায়াতের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code