সর্বশেষ

» দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন : ড. এনামুল হক চৌধুরী

প্রকাশিত: ০৬. জুলাই. ২০২৫ | রবিবার

চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পরও দেশে স্বাভাবিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছেনা। দীর্ঘ দেড় যুগ দেশে ভোটাধিকার ও আইনের শাসন না থাকার প্রভাব রাষ্ট্র পরিচালনায় এখনো বিদ্যমান। দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিকল্প নেই। কারণ মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের কারণে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্রকামী জনতার আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে দ্রুত নির্বাচনই দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের বিশ^াসী বলেই ফ্যাসিস্ট সরকারের আমলেই সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছিল। ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্রকামী জনতার মুক্তির সনদ। এই রূপরেখা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়- এটি গণতন্ত্র, সুশাসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট ও কার্যকর পরিকল্পনা। বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো-এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

তিনি রবিবার (৬ জুলাই) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছবুরের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী হাসান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন,  বিএনপি নেতা কামরুজ্জামান, কামিল আহমদ, লিয়াকত আলী, সেলিম আহমদ ও মশিকুর রহমান প্রমূখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031