সর্বশেষ

কানাইঘাটে এইচএসসি ও আলিম পরীক্ষায় ১ম দিন অনুপস্থিত ৩৫ জন, কেন্দ্র পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ২৬. জুন. ২০২৫ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে শান্তি-পূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এইচএসসি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কানাইঘাট সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র এবং আলিম পরীক্ষার একমাত্র পরীক্ষা কেন্দ্র মনসুরিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ্ট প্রকাশ করে পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আউয়াল।
জানা গেছে, এইচএসসি পরীক্ষায় কানাইঘাট সরকারি কলেজ ও গাছবাড়ী আইডিয়াল কলেজ দু’টি পরীক্ষা কেন্দ্রে মোট ১২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ২৯ জন। অপরদিকে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষায় ১৭১ জন শিক্ষার্থীর মধ্যে ১৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, অনুপস্থিত ছিলেন ৬ জন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031