সর্বশেষ

আমি আপনাদের সন্তান হিসেবে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ চাই :শাহীনুর পাশা চৌধুরী

প্রকাশিত: ২২. জুন. ২০২৫ | রবিবার

চেম্বার ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দলীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, আমি আপনাদের সন্তান হিসেবে এলাকার উন্ন্নয়নে কাজ করার সুযোগ চাই। আমি আপনাদের সন্তান জগন্নাথপুর-শান্তিগঞ্জের আলো বাতাসে আমার বড় হয়ে উটা। এই মাঠি ও খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই দীর্ঘ ৪০ বৎসর বছর ধরে আমি রাজনীতি করে আসছি। জুলই বিপ্লবের পর দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। দলীয় আমীর শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল হককে নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন ও খেলাফত ভিত্তিক একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদেরকে আমি পাশে পেতে চাই। আমি বিশ্বাস করি আমি আপনাদের ভাই। আপনাদের ভালবাসাই আমার পুজি। এই পুজি নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে আপনাদের দোয়া ভালবাসা ও সহযোগিতা চাই।

রোববার (২২ জুন) বিকাল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন শাখার ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

ইউনিয়ন সভাপতি ক্বারী নজরুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ সেক্রেটারি মাওলানা মাসরুর আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, বায়তুলমাল সম্পাদক মাওলানা সৈয়দ  ফয়জুল মুরসালিন, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-বায়তুলমাল সম্পাদক মুহা. মুকিম খান প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031