কানাইঘাটের রাজাগঞ্জে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩০. মে. ২০২৫ | শুক্রবার

Manual1 Ad Code

শাহজাহান শাহেদ: কানাইঘাটে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শ্রমিক নেতা শিহাব উদ্দিনের হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবীতে গতকাল শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার রাজাগঞ্জ বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, রাজাগঞ্জের কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন থেকে সংঘটিত চাঁদাবাজি, চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই দুষ্কৃতকারীদের হাতে শ্রমিক নেতা হাফিয শিহাব উদ্দিন খুন হন। এই সন্ত্রাসীরা শিহাব উদ্দিনকে বিভিন্ন সময়ে খুন করার হুমকি দিয়ে আসছিল। আর এ কারণে তাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে চিহ্নিত পিশাচরা হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন আসামীদের গ্রেফতার না করে, তাহলে পরবর্তী উদ্ধুদ্ধ পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে এবং আগামীদিনে আরো কঠোর কর্মসূচি নিয়ে রাজাগঞ্জবাসী ময়দানে আন্দোলন চালিয়ে যাবে।

শাহজাহান শাহেদ ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলি মিয়া তালুকদার, সহ-সভাপতি সাইফ উদ্দিন, কানাইঘাট উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সুলতান মু. সাদিকুর রহমান, উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আমিমুল ইহসান শামীম, যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, ইসলামী আন্দোলন কানাইঘাট উপজেলা শাখার সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নাজিমউদ্দীন হেলালী, রাজাগঞ্জ ড্রাইভার সমিতির কোষাধ্যক্ষ আলী হোসেন এবং শহীদ শিহাব উদ্দিনের বড়ভাই মাসুক আহমদ।

Manual8 Ad Code

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কয়সর আহমদ, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নুরুল হোসেন নিমার, ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মো. শামসুদ্দিন, নায়েবে আমীর মাওলানা রায়হান উদ্দিন ও ডা. সোহাগ মিয়া, ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল এবং কানাইঘাট উপজেলা (পশ্চিম) ছাত্রশিবির সভাপতি হাফিজ কাওসার আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

মানববন্ধন শেষে শহীদ শিহাব উদ্দিনের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, শিহাব উদ্দিন হত্যার ঘটনায় গত বুধবার (২৮মে) বিকালে কানাইঘাট থানায় মামলা করেন নিহতের স্ত্রী হেপী বেগম। মামলায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করা হয়েছে৷ মামলার আসামীরা হলেন খালপার গ্রামের ইসলাম উদ্দিন (বগলাই) -এর চার ছেলে শিব্বির আহমদ (২৭), মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯), খালপার গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮) এবং অজ্ঞাতনামা ৪/৫জন।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code