সর্বশেষ

» ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ২৭. মে. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- পতিত ফ্যাসিবাদী সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। জুলুম-নিপীড়নের সকল সীমাত অতিক্রম করেছিল। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাই সময়ের ব্যবধানে জুলাই আগস্ট আন্দোলনে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীকে পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে। নেতাকর্মীদের আত্মগোপনে থাকতে হচ্ছে। এথেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জামায়াত অঙ্গিকারাবদ্ধ।

তিনি বলেন, আমরা কুরআন ও হাদীসের আলোকে শুধু জীবনকে নয়, পুরো সমাজকে সাজাতে চাই। এজন্য আমাদেরকে ইসলামের দিকে রবের পথে ফিরে আসতে হবে। কুরআন ও হাদীসকে অনুসরণ করতে হবে। নিজেকে পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। তাহলে ইহকালিন সাফল্য ও পরিকালিন মুক্তির পথ প্রশ^স্ত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশা বেড়েছে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে কাজ করে যেতে হবে।

তিনি সোমবার (২৬ মে) রাতে সিলেট মহানগরীর কোতোয়ালী থানা পশ্চিম জামায়াত আয়োজিত সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর আজিজুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, সাবেক কাউন্সিলর রাজিক মিয়া, শ্রমিক নেতা জাবেদ আহমদ, এডভোকেট আব্দুল হামিদ রিপন, জামায়াত নেতা ইফতেখার আহমদ, মোয়াজ্জেম হোসেন, মাজহারুল ইসলাম, মোবারক হোসেন, হাফিজ আব্দুল আলীম, মোশাররফ হোসেন ও ফয়ছল আহমদ প্রমুখ।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031