বৃহত্তর মোগলাবাজারে ৬শত রোজাদারের মাঝে যুব ঐক্য পরিষদের ইফতার বিতরণ

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: বৃহত্তর মোগলাবাজারের পাঁচটি ইউনিয়ন জালালপুর, সিলাম, কুচাই, দাউদপুর ও মোগলাবাজারের ৬শত রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে “যুব ঐক্য পরিষদ বৃহত্তর মোগলাবাজার”।

Manual7 Ad Code

শুক্রবার (১৪ মার্চ) মোগলাবাজারে সংগঠনের নেতৃবৃন্দ রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করেন।

আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই সংগঠনটি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও দাতাদের সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

নেতৃবৃন্দ বলেন, একটি মানবিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটি আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে এবং এরই অংশ হিসেবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। রমজানের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা করতে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতেই এ আয়োজন।

Manual5 Ad Code

ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। প্রবাসী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়ও জানান তারা। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

আগামী ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আত্মপ্রকাশের পর সংগঠনের কাঠামোগত উন্নয়ন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিতদের সহায়তা, শিক্ষাবৃত্তি প্রদান এবং যুব সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে নিবেদিত থাকবে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code