সর্বশেষ

ফ্যাসিজম যাতে পুনরাবৃত্তি না হয়,সতর্ক থাকতে হবে: ড. সাজেদুল করিম

প্রকাশিত: ২৯. জানুয়ারি. ২০২৫ | বুধবার

চেম্বার ডেস্ক: চব্বিশে ছাত্র-জনতার অভুত্থানে শহিদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও জিয়াফত অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ৩টি গরু ও ২টি ছাগল জবাই করা হয়। এতে রেজিষ্ট্রেশনের মাধ্যমে শাবিপ্রবির দেড় হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দোয়া ও জিয়াফত আয়োজন করে শাবির ‘বিপ্লবী সংস্কৃতিক মঞ্চ’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ সময় তিনি বলেন ‘ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের কিছুদিন না পেরুতেই তাদের সন্ত্রাসী কর্মকান্ড ফের বৃদ্ধি পেয়েছে। আজ জিয়াফত অনুষ্ঠানে যেভাবে সবাই একত্র হয়েছি দেশের স্বার্থেও আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।’

তিনি আরও বলেন ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত। তাই নতুন প্রশাসন দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিটি কার্যক্রম শিক্ষার্থীবান্ধব করার চেষ্টা করছে। ফ্যাসিজম যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও গুম হওয়া বিএনপি নেতা সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা,বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ,ফুড ইন্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজির অধ্যাপক রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমেদ হেলাল, একচুয়ারী বাংলাদেশের প্রধান নির্বাহী আহমদ ইমরান হাসান লস্কর,শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে তাহসিনা রুশদির লুনা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইলিয়াস আলীকে গুম করেছে। আজো আমরা তাঁর সন্ধান পাইনি। তিনি বলেন, আমার স্বামী ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ন্যায্য আন্দোলন করতে যেয়ে ফ্যাসিস্ট শক্তির রোষানলে পড়েছিলেন।

অনুষ্ঠান সংগঠক ও মঞ্চের আহবায়ক তানজিল নাফীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।সভায় বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের সংগঠক ও নেতৃবৃন্দ,শাবিপ্রবি’র শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ,বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031