কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারূপ

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরা-চালান প্রতিরোধ সহ অন্যান্য কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Manual2 Ad Code

সভায় কমিটির সদস্যরা বলেন, কানাইঘাটের হাট-বাজারগুলোতে মাদকের আগ্রাসন বেড়েছে, সম্প্রতি সময়ে কয়েকটি হত্যাকান্ড সংগঠিত হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে মনিপুর গ্রামের সালিক আহমদকে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে, কিন্তু আসামীরা গ্রেফতার হয়নি। সভায় আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশি টহল আরো বৃদ্ধি এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে রসুন, ইলিশ পাচার বন্ধ সহ ভারত থেকে চিনি অন্যান্য চোরাই পণ্য আদান-প্রদান বন্ধে বিজিবিকে আরো কঠোরভাবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন ইউএনও তানিয়া আক্তার।
এছাড়া লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত পাথরের নিলাম দেয়া হলেও এখনও সরকারের পক্ষ থেকে নিলাম নিয়ে কোন নীতিগত সিদ্ধান্ত হয়নি, কোয়ারী থেকে পাথর উত্তোলন ও জব্দকৃত পাথর পাচার বন্ধে থানা পুলিশ, বিজিবিকে সঠিক ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এছাড়াও প্রয়োজনে পাথর পাচার রোধে চেকপোস্ট বসানো ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান এখন থেকে নিয়মিত করা হবে বলে উল্লেখ করেন। অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধ, মাদকের অপব্যবহার রোধ, প্রতিটি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিদের সচেতন মূলক সভা করার উপর আইন-শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্ব দেয়া হয়।
সভায় বক্তব্য রাখেন, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু সায়েম, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, আনসার ভিডিপি কমান্ডার মোস্তাফিদুল হক, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

Manual8 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code