ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার


Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার কলেজ,মাধ্যমিক,প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট’ এর উদ্যোগে বৃহৎ পরিসরে কার্যক্রম ও মেধাবৃত্তি প্রদান যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট এর উদ্যোগে শনিবার(২ অক্টোবর) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ফাহিম আল ইসহাক চৌধুরী অডিটোরিয়ামে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ,শিক্ষক সংগঠন ও সূধীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সহ-সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরীর বড় ভাই সমাজসেবী এ.টি.এম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও মাস্টার শুভ্র কান্তি দাস চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম বলেন,সরকারের উন্নয়ন সত্বেও শিক্ষা ও অবকাঠামোগত দিক থেকে সিলেটের দূরবর্তী উপজেলা জকিগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠান নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। জকিগঞ্জের সন্তান যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী শিক্ষা ট্রাস্ট গঠন করে শিক্ষার্থীদের আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের মেধার বিকাশে বৃহৎ পরিসরে বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানিয়ে বলেন,ইতোমধ্যে জকিগঞ্জের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ভবিষতে সরকারের পাশাপাশি এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও শিক্ষার প্রচার, মানবিক কার্যক্রমে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো অগ্রণী ভ‚মিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজা সুহা আল আকসা চৌধুরী। গীতা পাঠ করেন রুনু কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভ‚ষণ দাস ,জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ চৌধুরী,মাধ্যমিক শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাস্টার কুতুব উদ্দিন,বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য আব্দুল মালিক চৌধুরী,দাতা সদস্য বিশিষ্ট কলামিস্ট এম.এ মালেক চৌধুরী,আরবাব হোসেন চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ চৌধুরী সহ কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

Manual4 Ad Code

এসময় বক্তারা বলেন,যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মানবিক ও দানশীল ব্যক্তিত্ব কানাইঘাট ও জকিগঞ্জের কৃতি সন্তান ফাহিম আল ইসহাক চৌধুরী দীর্ঘদিন থেকে সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত থেকে শিক্ষা সহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সর্বমহলের মতামতের ভিত্তিতে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট গঠন করে কানাইঘাট ও জকিগঞ্জের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে এখন থেকে প্রতিবছর মেধাবৃত্তি প্রদানের মহতী উদ্যোগ গ্রহণ করায় তারা ফাহিম আল ইসহাক চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual2 Ad Code