সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সকাল ১০টা ৩০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বৃহস্পতিবার বিজয়ী হওয়ার পর দেশে ফিরে আসা এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

Manual4 Ad Code

বিকেলে বাফুফে ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেল ৪টায় ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা। বাফুফে ভবনে তাদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাও।

Manual6 Ad Code

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বিজয়ী দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি নিজেই দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন, যা নারী ফুটবলারদের সাফল্য উদযাপনে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code