সর্বশেষ

» সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নবীন বরণ সম্পন্ন

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৪ | সোমবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক: কথা-কবিতা আর সুরের মূর্ছনা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ।

Manual6 Ad Code

আজ ২৮ অক্টোবর সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিনার মিয়া এবং শান্তা মনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ ও সানজিদা সুলতানা জুঁই।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইংরেজি সাহিত্যের পাঠ মানে শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি একটি জীবনদর্শন, একটি বিশাল জ্ঞানের দিগন্তে প্রবেশের দরজা। আমাদের সাহিত্যের পাঠ শুধু শব্দ ও বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনাদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীকে জাগ্রত করবে। ইংরেজি বিভাগের আয়োজনকে ব্যাতিক্রমী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে শিক্ষা জীবনের নতুন ধাপে আপানারা প্রবেশ করেছেন, তা কেবল একজন শিক্ষার্থী হওয়ার পরিচয় বহন করে না। বরং আপনারা এখন একটি নতুন দায়িত্ব ও পরিচয়ের অংশীদার। ইংরেজি বিভাগের দক্ষ ও মেধাবী শিক্ষকদের তত্বাবধানে এই শিক্ষা জীবন আপনাদেরকে ভবিষ্যতের একজন সৃজনশীল এবং মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবে।
আলোচনা শেষে নবীনদের স্বাগত জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইমরান আহমদ, সানজিব, নিয়াজ, তাইবা ফেরদৌসী মিম,উম্মে সালমা, জয় চক্রবর্তী, অয়ন বড়ুয়া,সাইমুর চৌধুরী,শ্রবণা আচার্য্য এবং প্রভাষক সাইফুল ইসলাম ও প্রভাষক অনামিকা সাহা। প্রাণোচ্ছল এ আয়োজনে ইংরেজি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

Manual1 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual7 Ad Code