» আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৪’র স্কুলিং সম্পন্ন

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২৪ | শনিবার

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর স্কুলিং শুক্রবার সিলেট শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট গভর্ণর-৪ এপেক্সিয়ান এডভোকেট মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ এনামুল হক মিলন।

রিসোর্স পারসন হিসেবে আলোচনা রাখেন এলজিপিএনপি বীর মুক্তিযোদ্ধা এপেক্সিয়ান ড. জবিউল হোসেন, এনপি এলজিপিএনপি এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এলজি এপেক্সিয়ান মোশাররফ হোসেন মিশু, এনএসডি এপেক্সিয়ান এনামুল হক মামুন ও এনএডি এপেক্সিয়ান মো: কামরুল হক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: মনিরুল ইসলাম ভূইয়া, এলজি এপেক্সিয়ান এডভোকেট এ কে এম শমিউল আলম, এলজি এপেক্সিয়ান আখতার হোসেন খান, এনইডি এপেক্সিয়ান সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট গভর্ণর-৭ এপেক্সিয়ান এডভোকেট গোলাম মোস্তফা জিওন, আইপিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মোঃ জালাল উদ্দীন, আইপিএনএসডি এপেক্সিয়ান মো: সাহেদুর রহমান সাহেদ, লাইফ মেম্বার এপেক্সিয়ান মো: আব্দুল কুদ্দুস, লাইফ মেম্বার এপেক্সিয়ান ছয়ফুল করিম চৌধুরী হায়াত, লাইফ মেম্বার এপেক্সিয়ান এ কে এম ফৌজি চৌধুরী, আইপিডিজি-৮ এপেক্সিয়ান এডভোকেট এস এ সরকার পাশা, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদ, পিডিজি-৪ এপেক্সিয়ান বাবুল মিয়া, এনইএস এপেক্সিয়ান শরীফ, এন টি এপেক্সিয়ান আব্দুল কাইয়ুম, ন্যাশনাল সার্জেন্ট এপেক্সিয়ান শাখাওয়াত হোসেন সোহেল, ডিস্ট্রিক্ট সেক্রেটারী-৪ এপেক্সিয়ান মাহবুবুর রহমান এরশাদ, ডিস্ট্রিক্ট সার্জেন্ট এপেক্সিয়ান তাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির অতীত সভাপতি এপেক্সিয়ান মইনুল ইসলাম খান সায়েক, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ এর অতীত সভাপতি এপেক্সিয়ান আদিল হোসেন, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মোঃ সফিকুল ইসলাম, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান এডভোকেট জুবায়ের বখত জুবের, এপেক্সিয়ান এডভোকেট আকমল খান, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটনের অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল মুকিত অপি, এপেক্স ক্লাব অব বগুড়া এর সভাপতি এপেক্সিয়ান রেজাউল করিম, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপেক্সিয়ান তৌহিদ সরকার, এপেক্স ক্লাব অব সিলেটের সভাপতি এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সভাপতি এপেক্সিয়ান আব্দুল জলিল, এপেক্স ক্লাব অব বিশ্বনাথের সভাপতি এপেক্সিয়ান কয়েছ আহমেদ, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপেক্সিয়ান মনিরুজ্জামান রাসেল, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট তৌহিদ আহমদ, এপেক্স ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, এপেক্স ক্লাব অব জুড়ি ভ্যালীর সভাপতি এপেক্সিয়ান নোমান আহমদ, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সভাপতি এপেক্সিয়ান কানন দাস, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর সভাপতি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন কাওছার, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ সভাপতি এপেক্সিয়ান ডা: আনিসুর রহমান শিপলু, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটি সভাপতি এপেক্সিয়ান লিটন কুমার পাল, এপেক্স ক্লাব অব সুরমা ভিউ সভাপতি এপেক্সিয়ান হাবিবুন্নবী সাহেদ, এপেক্স ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি সভাপতি এপেক্সিয়ান হালিমা খাতুন, এপেক্স ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি এপেক্সিয়ান মোঃ আবুজার বাবলা প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জনসেবাই এপেক্সের মুল মন্ত্র। জনকল্যাণমুখী কার্যক্রম করে সমাজের কম ভাগ্যবানদের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষাসহ জাতীয় সেবামুলক কাজের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে এপেক্স অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। শুধু আর্থ মানবতার কল্যাণ নয়, একটি সুখী সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে এপেক্সিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান তারা। বিজ্ঞপ্তি

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031