সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে নারী উদ্যোক্তা দিবস পালন

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৩ | সোমবার

Manual4 Ad Code

চেম্বার ডেস্ক; সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকাল ৪টায় কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন সিলেটের নারী উদ্যোক্তারা। পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক শামীম আহমেদ।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় তাঁর বক্তব্যে প্রথমেই পৃথিবীর সকল নারী উদ্যোক্তাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, বীর স্বাধীনতা নয়, বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে। জন্মের পর থেকেই ছেলেমেয়ের বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে সমাজকে। মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারও সুনিশ্চিত করতে হবে। ব্যবসা-বাণিজ্যে নারীদের জন্য সরকারি সহায়তা আরও বাড়াতে হবে। নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, উইমেন চেম্বার যদিও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সর্বদা নিয়োজিত রয়েছেন সেই সঙ্গে সিলেট উইমেন চেম্বার সমতায় বিশ্বাসী। আর এ লক্ষ্যে নিয়ে পুরুষ উদ্যোক্তাদের সহায়তা প্রদানেও কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বারের সহ-সভাপতি, পরিচালকবৃন্দ ও এসএমই ফাউনডেশনের প্রশিক্ষক ফাতেমাতুজজোহরা ও অর্ধশতাধিক নারী উদ্যোক্তারা।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code