সর্বশেষ

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও’র পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২১. মার্চ. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট : শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিররগাঁও শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকালে জামেয়ার নাজিরেরগাঁও ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক, বারাকা পাওয়ার লিমিটেড ও কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শিক্ষানুরাগী ফাহিম আহমদ চৌধুরী।

জামেয়া নাজিরেরগাও শাখার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জুনাইদ আল-হাবিবের সভাপতিত্বে ও শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুন মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, জামেয়া প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম উম্মাহর ক্রাইসিস দূর করার জন্যে। আজ বিশ্বের অনেক দেশে-বিদেশে জামেয়ার ছাত্ররা সফলতার সাক্ষর রেখেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি ভবিষ্যতে নাজিরেরগাঁও শাখাও এর দাবিদার হবে ইনশাআল্লাহ।

প্রধান বক্তার বক্তব্যে ফাহিম আহমদ চৌধুরী বলেন, ইসলামী শিক্ষায় মানুষকে নৈতিকতা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলে। মুসলিম উম্মাহকে এর উপলব্ধিতে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের অতীত গৌরব ফিরিয়ে আনতে পারব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরেরগাও শাখার শিক্ষক মাহমুদ হোসাইন, মোকাব্বির হোসাইন, আলা উদ্দীন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, হোসাইন আহমদ, মাওলানা ইমরান হোসাইন ও মাওলানা আমীর হোসাইন প্রমূখ। বিজ্ঞপ্তি

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930