সর্বশেষ

» টুকেরবাজার তেমুখি পয়েন্টে আবুল মাল আবদুল মহিত চত্বর নাম ফলক বসালেন এলাকাবাসী

প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকা ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডের মধ্যবর্তী সিলেট সুনামগঞ্জ ও বাদাঘাট সড়কের মধ্যবর্তী টুকেরবাজার তেমুখি পয়েন্টে সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত এর নামে ‘ আবুল মাল আবদুল মুহিত চত্বর’ হিসেবে নামফলক বসালেন স্হানীয় এলাকাবাসী।
আজ রবিবার দুপুরে এলাকার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে তেমুখি পয়ন্ট এ ফলক বসান। এসময় তারা বলেন,মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক,বাংলাদেশের আধুনিক অর্থনৈতিক উন্নয়নের প্রবক্তা,সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য,বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত জনাব আবুল মাল আবদুল মুহিত এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিলেট মহানগর ও সদরবাসীর পক্ষ থেকে তেমুখি পয়েন্টে ‘আবুল মাল আবদুল মুহিত চত্বর’ নামে নামফলক বসিয়েছি। এটা আবুল মাল আবদুল মুহিতের প্রতি এ অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি পরম শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনের প্রতিক। তারা অবিলম্বে সেখানে আবুল মাল আবদুল মুহিত এর ম্যুরাল সহ দৃষ্টিনন্দন চত্বর নির্মান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দৃষ্টি আকর্ষন করে এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এসময় বিশিষ্ট সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সমাবেশে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ,বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক,সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,পররাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহনুর। এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের বিপুল লোকজন উপস্হিত ছিলেন।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031