» বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২১ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

 

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় পড়ে আছে।

নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।

 

গোড়ল ইউনিয়ন চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ইউনিয়নের মালগড়া এলাকার আলতাব হোসেনের পুত্র আসাদুজ্জামান ভাসানী ও ঈদ্রিস আলীর পুত্র মোসলেম উদ্দিনসহ কয়েকজন সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়। এ সময় বিএসএফের গুনজুড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করেন। তাদের গুলিতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন মারা যান। এ সময় কয়েকজন আহত হয়।

এদিকে দুই জনের মৃত্যুর বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

image_print
           

সর্বশেষ

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031