সর্বশেষ

কানাইঘাটে পালক নাতির পাথরের আঘাতে নানা নিহত

প্রকাশিত: ০৭. এপ্রিল. ২০২১ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে পালক নাতির পাথরের আঘাতে নানা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালিগুল গ্রামে। গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নানার হত্যাকারী নাতি আব্দুল কাদির (৩২) কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। জানা যায়, এরালিগুল খাছাড়িপাড়া গ্রামের মৃত মরতুজ আলীর পুত্র আব্দুল কাদির তার পালক নানা আপন দাদীর স্বামী একই গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র আব্দুল মালিক উরফে মলিক মিয়া (৭৩) এর বাড়িতে থাকত। বিভিন্ন বিষয়ে সম্প্রতি নাতির সাথে নানা মলিকের মনমালিন্য দেখা দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাতে মলিক মিয়া স্থানীয় দনা বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গ্রামের মসজিদের পাশে পূর্বে থেকে উৎ পেতে থাকা আব্দুল কাদির নানাকে লক্ষ করে একটি বড় পাথর ছুড়ে মারলে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কুলে ঢলে পড়েন মলিক মিয়া। পরে নানার হত্যাকারী আব্দুল কাদির কে স্থানীয় লোকজন আটক করে রাখেন। তাৎক্ষণিক খবর পেয়ে থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাদির কে গ্রেফতার করে এবং মলিক মিয়ার লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসআই মজিবুর রহমান জানান, নানার হত্যাকারী আব্দুল কাদিরের বাবা-মা নেই। তার আপন দাদীকে মলিক মিয়া দ্বিতীয় বিয়ে করার পর কাদির তার স্ত্রীকে নিয়ে মলিক মিয়ার বাড়িতে বসবাস করে আসছিল। সম্প্রতি নানা-নানীর সাথে তার বিভিন্ন বিষয়ে বিরোধ বাধে। এ নিয়ে নাতি ক্ষুদ্ধ হয়ে পালক নানাকে পাথরের ডিল ছুড়ে মারে হত্যা করতে পারে। এ ঘটনায় মলিক মিয়ার পুত্র আবুল কাসিম বাদী হয়ে থানায় গ্রেফতারকৃত আব্দুল কাদিরের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031