যুক্তরাজ্যে ফের কঠোর লকডাউন ঘোষণা

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০২১ | মঙ্গলবার


Manual6 Ad Code

চেম্বার ডেস্কঃ নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন টেলিভিশনে দেয়া এক ভাষণে লকডাউনের এ ঘোষণা দেন। বুধবার থেকে কার্যকর হতে হওয়া এ লকডাইন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে হতে পারে বলে জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

 

বরিস জনসন বলেন, ‘এটি পরিষ্কার যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। তারমানে হলো সরকার আবারও আপনাদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে।’

Manual1 Ad Code

লকডাউনেও প্রথমবারের মতো কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে দেশবাসীকে যেতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস।

Manual7 Ad Code

 

তিনি বলেন, ‘করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এবার আমাদের হাসপাতালগুলোর ওপর সবচেয়ে বেশি চাপ পড়ছে। বিশ্বের অনেক দেশই সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতির দাবি মেনে এই মিউট্যান্ট ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে আমাদেরও একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। তাই এবার কড়া লকডাউন দেয়া হচ্ছে। যাতে এই নতুন ভাইরাস স্ট্রেইনটি নিয়ন্ত্রণে আসে।’

এবারের লকডাউন অবস্থায় মানুষজনকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জরুরি কেনাকাটা, শরীরচর্চা ও চিকিৎসা সংক্রান্ত কাজে বাইরে বের হওয়া যাবে। এ ছাড়া ‘ঘরে কেউ নির্যাতনে শিকার হলে’ সেক্ষেত্রে বাইরে বের হওয়া যাবে।’

 

শিক্ষা প্রতিষ্ঠানগুলোও লকডাউনের আওতায় থাকবে বলে জানিয়েছেন বরিস জনসন। মার্চের আগে যে স্কুল খোলার কোনোরকম সম্ভাবনা নেই, তাও স্পষ্ট করেছেন তিনি। তবে, মার্চেও যে স্কুল খুলবে তা জোর দিয়ে বলতে পারেননি তিনি। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

 

গত একদিনেই সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৪০৭ জন। এটিই একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা। এর আগে ২ জানুয়ারি শনাক্ত হয়েছিলো ৫৭ হাজার ৭২৫ জন।

Manual6 Ad Code

 

দেশটিতে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ লাখ ১৩ হাজারের বেশি আর মোট প্রাণ হারিয়েছে ৭৫ হাজার ৪০০ জন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual5 Ad Code