সর্বশেষ

» কানাইঘাট পৌর শহরে দুইদিনের ব্যবধানে ৩ বাসা-বাড়িতে দিন-দুপুরে দুর্ধষ চুরি!

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual6 Ad Code
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌর শহরে দুইদিনের ব্যবধানে ৩ বাসা-বাড়িতে দিন-দুপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অবিনম্ব পন্থায় বাসা-বাড়ির দরজার তালা ভেঙ্গে স্বর্ণ অলংকার, নগদ টাকা, দামী জিসিনপত্র সহ অন্তত ২৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। দিনে-দুপুরে চুরির ঘটনায় পৌরশহরের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে বসবাসরতদের মধ্যে এক ধরনের আতংঙ্ক দেখা দিয়েছে। জানা যায় শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল আড়াই টার দিকে পৌরশহরের রায়গড় গ্রামের সৌদিআরব প্রবাসী মাহবুবুল আলমের বাসার বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙ্গে চোরেরা রুমের বিভিন্ন মালামাল তশনস করে প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণ অলংকার এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাসার লোকজন একটি বিয়ের অনুষ্টানে ছিলেন। অপরদিকে বুধবার দুপুর ১২টার দিকে পৌরশহরের আল-রিয়াদ রোডের আনাস মঞ্জিলে বসবাসরত ভাড়াটিয়া ব্যবসায়ী মাতাব উদ্দিনের বাসার দরজার ছিটকিনী ও তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে মালামাল তশনস করে ৩ ভরি স্বর্ণ অলংঙ্কার, নগদ ৮০ হাজার টাকা, একটি দামী মোবাইল নিয়ে যায়। ব্যবসায়ী মাতাব উদ্দিনের স্ত্রী জানান তিনি বাসার তালা মেরে বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। এই সুযোগে তার বাসা চুরি হয়। একই দিনে বিকেল আড়াইটার দিকে পৌরশহরের রায়গড় গ্রামের ঠিকাদার শ্যামল কুমার দাসের বাসার দরজার তালা ভেঙ্গে চোরেরা বাসায় ঢুকে দুইটি আলমিরার ড্রয়ার ভেঙ্গে সাড়ে ৪ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪৪ হাজার টাকা নিয়ে যায়। চুরির সময় শ্যামল কুমার দাসের বাসায় কেউ ছিলেন না। তারা পাশের ধর্মীয় একটি অনুষ্টানে ছিলেন বলে জানা যায়। এসব চুরির ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হলেও পুলিশ দিন-দুপুরে র্দুধর্ষ চরির ঘটনার সাথে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। জানা যায় সম্প্রতি সময়ে কানাইঘাটের বিভিন্ন এলাকায় ব্যাপক আকারে ছিটকে চুরির ঘটনা বাড়ছে। কানাইঘাট বাজারে কয়েকদিন পূর্বে কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে এরূপ চুরির ঘটনা ঘটে। অনেকে জানান পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ইয়াবা বিস্তার ঘটছে। উরতি বয়সের তরুণ ও যুবকরা ইয়াবা আসক্ত হয়ে ইয়াবার নেশা মেটাতে বাসা-বাড়ি ব্যবসা প্রতিষ্টান র্টাগেট করে একের পর চুরি করে যাচ্ছে। আবার অনেকের ধারণা সম্প্রতি সময়ে বাসা বাড়িতে চুরির ঘটনার সাথে সঙ্গবদ্ধ একটি চক্র জড়িত থাকতে পারে। তারা বাসা বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘর টার্গেট করে দুর্ধষ চুরি করে যাচ্ছে। এসব অপরাধিদের দ্রæত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন এলাকাবাসী। তবে থানা পুলিশ চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা করে যাচ্ছে।
           

সর্বশেষ

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code