সর্বশেষ

» কানাইঘাট লোভা কোয়ারীতে প্রশাসনের অভিযান

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী বন্ধ থাকার পরও বারকি নৌকা দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নির্দেশে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা  দিনভর লোভাছড়া পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে ৯টি পাথর বোঝাই বারকি নৌকা আটক করেন। পরবর্তীতে আটককৃত পাথরবাহী নৌকার মধ্যে ৩টি নৌকা ফুটো করা হয় এবং অন্য বারকি নৌকাগুলোর চালক ও শ্রমিকরা পালিয়ে গেলে পাথরগুলো লোভা নদীতে ফেলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স রয়েছে। কোয়ারী এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানো সহ পাথর উত্তোলন বন্ধে সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, সম্প্রতি সময়ে একটি অসাধু চক্র শতাধিক বারকি নৌকা দিয়ে শ্যালো মেশিন ও নানাধরনের যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে কোয়ারীর ভাঙ্গন কবলিত বিপদজনক স্থান থেকে পাথর উত্তোলন করে ট্রাক ও ট্র্যাক্টর দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। এর আগে কয়েকদিন কোয়ারী সহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তাপস চক্রবর্তী তুষার অভিযান চালিয়ে প্রায় হাজার ঘনফুট পাথর জব্দ, ট্র্যাক্টর বিকল এবং পাথর ভাঙ্গার দুটি ক্রাশার মেশিন ধ্বংস করেন।
           

সর্বশেষ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Manual1 Ad Code
Manual3 Ad Code