সর্বশেষ

কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের নিজস্ব সম্পদ উদ্ধারে ৪ পরগনার সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার

কানাইঘাট প্রতিনিধিঃ শতবর্ষের ঐতিহ্যবাহী কানাইঘাট দুর্গাপুর স্কুল এন্ড কলেজের সার্বিক শিক্ষার উন্নয়ন ও চতুল বাজারে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ উদ্ধারের লক্ষ্যে ৪ পরগনার এক সভা গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় চতুল,ফালজুর, চারিকাটা,খরিল পরগনার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান,জনপ্রতিনিধিবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় চতুল বাজারে অবস্থিত দূর্গাপুর স্কুল এন্ড কলেজের রের্কডীয় জায়গায় অবস্থিত দোকানপাট এর মালিকানা ও ভাড়া আদায় এবং স্কুলের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দুর্গাপুর স্কুল এন্ড কলেজের মালিকানাধীন চতুল বাজারের দোকান কোটা গুলোর মালিকানা ও ভাড়া আদায় নিয়ে সৃষ্ট জটিলতা নিরশনের জন্য,চার পরগনার বিশিষ্ট জনদের সমন্বয়ে একটি কমিটি ঘটন করা হয়। উক্ত কমিটি আগামী সভায় বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। দুর্গাপুর স্কুল এন্ড কলেজে কমিটির সভাপতি প্রভাষক কবির আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ৫নং বড়চুতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চতুল পরগনার বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক চৌধুরি,বড়চুতল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী,আলমাছ উদ্দীন চৌধুরী, বড়চতুল ইউ/পি বিএনপির সভাপতি হাজী আব্দুন নুর, সুবেদার আফতাব উদ্দিন,বাবুল আহমদ,ডাক্তার শাহাবুদ্দিন, শামীম উদ্দিন,মঞ্জুর আহমদ, জামিল আহমদ। চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান ও চারিকাটা পরগনার বিশিষ্ট মুরব্বি সুলতান করিম, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চারিকাটা পরগনার বিশিষ্ট মুরব্বি তোফায়েল আহমদ চৌধুরী, তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, হাজি আব্দুল করিম, খরিল পরগনার মুরব্বি মুজিবুর রহমান, নাজমুল ইসলাম, ফালজুর পরগনার মুরব্বি মঈন উদ্দিন মেম্বার, আব্দুর রহিম মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, এবাদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন ও রাসেল আহমদ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, প্রবীন মুরব্বি আব্দুস সালাম, জালাল উদ্দিন, আব্দুল কাদের, আব্দুর রব রবাই, শামীম আহমদ, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন বাদল, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি, ডাক্তার আবুল হাসনাত অবিভাবক সদস্য,হেলাল উদ্দিন আমিন উদ্দিন, এখলাছ উদ্দিন, ইঞ্জিনিয়ার হারুন রশীদ , নজরুল ইসলাম ,তোফায়েল আহমেদ রাহাত ,সার্ভেয়ার আমিন,দুলাল,সুলাইমান,রোমান আহমদ, সারওয়ার, কালাম, নাবিল, সাহেদ সহ চার পরগনার ছাত্র যুবক সহ সর্বস্তরের মানুষ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031