সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে : বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি এককভাবেই রাষ্ট্র ক্ষমতায় যেতে সক্ষম হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে ময়দা ছড়িয়ে পড়তে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনের প্রচারণা চালাতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ৩১ দফার দফার ভিত্তিতে সন্ত্রাস হানাহানি ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি সোমবার (১৩ অক্টোবার) সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেন ও পথ সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজারে ৩১ দফা লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন ইউপি বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন রবি, উপজেলা মুক্তিযোদ্ধা দল সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহজাহান, ছাত্রদল ইউপি সভাপতি মোজাম্মেল হোসেন পাশা, সেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক আব্দুল মজিদ বাবুল, সেচ্ছাসেবক যগ্ম আহবায়ক আনছার উদ্দিন, কৃষক দল পূর্ব ইসলামপুর সভাপতি রফিকুল ইসলাম, তাতী দল জেলা সদস্য নবী হোসেন, উপজেলা ছাত্রদল নেতা জুনায়েদ আহমদ ময়ন, ছাত্রদল নেতা জুলহাস আহমদ, উপজেলা তাঁতীদল নেতা ফারুক আহমদ, শ্রমিক দল পূর্ব ইসলামপুর সভাপতি আব্দুল কুূদ্দুস ভান্ডারী, ইউপি ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, সাইফুর রহমান, কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক রায়হান নাফিজ, ছাত্রনেতা এমদাদ আহমদ, পায়েল আহমদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031