সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার


Manual7 Ad Code

চেম্বার ডেস্ক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা জাতির আগামী দিনের কাণ্ডারী। তাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে সমাজ গঠন ও জাতির নেতৃত্বের যোগ্যতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে হবে। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নানা বৈষম্য বিরাজমান। প্রাইভেট ও সরকারী শিক্ষার মধ্যে বৈষম্য রয়েছে। শিক্ষাক্ষেত্রে এমন বৈষম্য কোনভাবেই কাম্য নয়।

Manual2 Ad Code

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে পরিবর্তনের ধারা সুচীত হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ক্ষেত্রে নতুন জাগরণ সৃষ্টি হবে। আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এতে শারীরিক ও মানবিক বিকাশের পাশাপাশি মেধারও বিকাশ ঘটে। প্রতিযোগিতাকে কোনভাবেই প্রতিহিংসায় রূপ দেয়া যাবেনা। জুলাই আন্দোলনে ছাত্র-সমাজের ঐক্যকে সমুন্নত রাখতে হবে।

তিনি রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চৌকিদেখী আনোয়ারা মতিন একাডেমি প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’র আয়োজনে ও ইউনিটি অব কিন্ডারগার্টেন স্কুল সিলেটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোর অন্বেষণ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

আলোর অন্বেষণ এর সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী লুৎফর রহমান।

Manual7 Ad Code

আলোর অন্বেষণ-এর সহ সভাপতি জসিম উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচীত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর অন্বেষণ এর কার্যনির্বাহী সদস্য কবি লোকমান হাফিজ।

বক্তব্য রাখেন- ইউনিটি অব কিন্ডারগার্টেন স্কুল সিলেট-এর যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সেভি মডেল স্কুলের প্রিন্সিপাল আব্দুর রহমান, আনোয়ারা মতিন একাডেমির প্রিন্সিপাল চৌধুরী আবুল হাসান শামীম, ইউনিটি অব কিন্ডারগার্টেন স্কুল সিলেটের সাংগঠনিক সম্পাদক আনহার মিয়া, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জাকিয়া সুলতানা, সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন, মহানগর তাতীদলের সাংগঠনিক সম্পাদক রায়হান বক্স, সমাজকর্মী বিমল দেবনাথ, কাওসার আহমদ রকি, আলোর অন্বেষণ-এর সিনিয়র সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন রিপন, এমাদুল হক রাজন, প্রচার সম্পাদক ফাতেহা বেগম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামিমা আক্তার মাহা এবং কবি সুফি আকবর প্রমুখ।

Manual3 Ad Code

মাসব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নগরীর দশটি স্কুল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় শাহজালাল আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয় কবি নজরুল একাডেমী। তৃতীয় স্থান অর্জন করে গ্রীনসিটি কলিজিয়েট স্কুল।

সংক্ষিপ্ত আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ টুর্নামেন্টে বিজয়ী, রানার্সআপের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের মাঝে ট্রফি, ক্রেষ্ট, পুরস্কার ও সনদ তুলে দেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Manual1 Ad Code
Manual4 Ad Code